ঠাকুরগাঁও সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় চার সাংবাদিকের আহত হওয়ার ঘটনায় দোষীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জেলার সাংবাদিক মহল।
শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় শহরের চৌরাস্তায় আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ আল্টিমেটাম দেওয়া হয়। ঠাকুরগাঁও প্রেসক্লাবের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ করেন জেলার সাংবাদিকরা।
এসময় সমাবেশে বক্তব্য দেন- প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সহ-সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমীন সরকার রাসেল, রিপোর্টারস ইউনিটির সভাপতি এমদাদুল হক ভুট্টুসহ অনেকে।
প্রতিবাদ সমাবেশে জেলার সব সাংবাদিক একাত্মতা ঘোষণা করে ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন তারা।
সপ্তম ধাপের ইউপি নির্বাচনের ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া মন্ডলপাড়া এলাকায় তথ্য সংগ্রহ করতে গেলে সন্ত্রাসীদের হামলার শিকার হন চারজন সাংবাদিক। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- জাগো নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানু, নিউজবাংলা২৪-এর ঠাকুরগাঁও প্রতিনিধি সোহেল রানা, রাইজিং বিডির ঠাকুরগাঁও প্রতিনিধি হিমেল এবং ঢাকা মেইলের প্রতিনিধি মিলু। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।