নারায়ণগঞ্জে জাহিন টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ১৪ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেল ৪ টা থেকেই এ যানজটের সৃষ্টি হয়। যানজট সৃষ্টি হওয়ার মুল কারন হলো ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাশে মদনপুরে জাহিন টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা হওয়ায় সড়ক বন্ধ হয়ে যায়। এতে যাত্রী ও চালকরা অতিরিত্ত ভোগান্তিতে পড়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলেও রাত দশটার দিকে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রন করা হয়।
যানজটে আটকেপড়া ঢাকামুখী রিয়াজুল হাসান নামে আরেক যাত্রী বলেন, ‘পুরো পরিবার নিয়ে ঢাকা ফিরছিলাম। দাউদকান্দিতে বসে আছি তিন ঘণ্টারও বেশি সময়। দীর্ঘসময় বাসে থাকায় আমার ছোট মেয়েটা অসুস্থ হয়ে পড়ছে। জানি না কখন সবকিছু ঠিক হবে।
আব্দুল কাদির নামে এক ট্রাকচালক বলেন, দীর্ঘসময় ধরে কাঁচপুরে আটকে আছি। রাতের মধ্যে ফেনীতে মালামাল না নিতে পারলে আমার অনেক বড় লোকসান হয়ে যাবে।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন,মহাসড়কের পাশে হওয়াঢ জাহিন গার্মেন্টের আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে বেশি। আমরা সর্বাত্মক চেষ্টা করছি রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার। রাত দশটার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।