1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সংবাদ সম্মেলন। বক্তব্য রাখছেনঃ সালাহউদ্দিন আহমেদ, সদস্য -জাতীয় স্থায়ী কমিটি, বিএনপি। বিএনপি চেয়ারপারসন কার্যালয়, গুলশান থেকে ৬ এপ্রিল ২০২৫, রবিবার কোকোর শ্বাশুড়ির মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দলের শোক সাখাওয়াত ইসলাম রানা ঈদের শুভেচ্ছা মহাসড়কে চাপ বাড়লেও নেই জট, স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ। ঈদুল ফিতর‌কে কেন্দ্র ক‌রে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা স্বন্দী‌পের মা‌নু‌ষের কাছ থে‌কে আজ কলঙ্ক মুক্ত হলাম: প্রধান উপদেষ্টা গাউসছে পাক জামে মসজিদের ইফতার মাহফিল ক‌লেজ শিক্ষার্থী‌কে ধর্ষণ‌ চেষ্টার মামলায় ছাত্রদল আহ্বায়ক বহিষ্কার জামালপু‌রে চুরির অপবাদে রাজমিস্ত্রিকে নির্যাত‌নের ভি‌ডিও ভাইরাল পাঁচ ওয়াক্ত সালাত আদায় ক‌রেও ১৭ শ্রেণীর মানুষ জান্না‌তে যে‌তে পার‌বে না

বিদেশফেরত যাত্রী‌দের অ্যান্টিজেন টেস্ট সম্ভব নয়!

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১৪৮ বার পঠিত

দে‌শে সরকারি নির্দেশনা থাকলেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ মুহূর্তে অভিবাসী শ্রমিকসহ বিদেশফেরত যাত্রীদের র‌্যা‌পিড অ্যান্টিজেন পরীক্ষা করা সম্ভব নয় বলে সরাস‌রি জানিয়ে দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার জন্য বিমানবন্দরের বাইরে বিকল্প কোনো ব্যবস্থা থাকলে সে ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে মনে করছে সংস্থাটি।

মহামারি করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমরোধে গত ১০ জানুয়ারি ১১ দফা বিধিনিষেধ দেয় সরকার। এ বিধিনিষেধ কার্যকর হয়েছে ১৩ জানুয়ারি থেকে। বিধিনিষেধে বলা আছে, বিদেশ থেকে আসা যাত্রীসহ সবাইকে বাধ্যতামূলক করোনার টিকা সনদ দেখাতে হবে ও র‌্যা‌পিড অ্যান্টিজেন পরীক্ষা করাতে হবে।

সরকারি নির্দেশনা বাস্তবায়নে করণীয় নির্ধারণে রোববার (২৩ জানুয়ারি) বিমানবন্দরে বেবিচক আয়োজিত সভায় এ অভিমত দেন সংস্থার শীর্ষ কর্মকর্তারা।

বেবিচক কর্তৃপক্ষ বলছে, বর্তমানে প্রতিদিন গড়ে ৮ হাজার থেকে ১০ হাজার যাত্রী আসছে। তার ওপর তৃতীয় টার্মিনাল স্থাপন কার্যক্রমের কারণে বর্তমানে প্রতিদিন রাতের বেলায় বেশ কয়েক ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ থাকছে। এ অবস্থায় স্বাভাবিক নিয়মে যাত্রীদের ইমিগ্রেশন ও অন্যান্য কার্যক্রম করতেই হিমশিম খেতে হয়।

নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা নাগ‌রিক খবর‌কে জানান, সরকারিভাবে বিমানবন্দরে এখনও র‌্যাপিড এন্টিজেন পরীক্ষার মেশিন বসেনি। এ পরীক্ষা দ্রুততম সময়ে করা গেলেও প্রতিদিন গড়ে ৭ থেকে ১০ হাজার যাত্রীর পরীক্ষার জন্য বিমানবন্দরের অভ্যন্তরে যে পরিমাণ ফাঁকা জায়গা প্রয়োজন এখানে তা নেই। বিমানবন্দরের ভেতরে এ পরীক্ষা করলে টার্মিনাল মাছের বাজারে পরিণত হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে।

তারা বলছেন, এ কারণে বিকল্প চিন্তা (আশকোনা হজ ক্যাম্পে পরীক্ষার কথা, তবে ফ্লাইটে কয়েক ঘণ্টার দীর্ঘ ভ্রমণের পর যাত্রীরা পরীক্ষা করাতে যাবে কি না সন্দেহ) কিংবা যাত্রীরা বাড়িতে পৌঁছে করোনার উপসর্গ থাকলে জানানোর ব্যাপারে উদ্ধুদ্ধ করা যেতে পারে বলে তারা অভিমত দেয় বেবিচক কর্মকর্তারা।

এ বিষয়ে জানতে চাইলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শাহরিয়ার সাজ্জাদ বলেন, শাহজালালে আপাতত র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা চালু করা সম্ভব হচ্ছে না। আজকের সভায় বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তারা নানা দিক বিবেচনা করে এমনটাই অভিমত প্রকাশ ক‌রে‌ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com