নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকারের কাছে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মো. সুমনকে (৩৮) সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম।
মো. সুমন কুমিল্লা জেলার হোমনা থানার রামকৃষ্ণপুর এলাকার বাসিন্দা। সম্প্রতি তিনি ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর আদাবর এলাকায় বসবাস করেন।
গত শনিবার রাতে এ ব্যাপারে তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত কয়েকদিন যাবৎ একটি বিশেষ গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) লোক পরিচয় দিয়ে ০১৬১৮-৭৪৪১১১ নম্বর থেকে তার ব্যক্তিগত নম্বরে ফোন দিয়ে মোটা অংকের টাকা চাঁদা দাবি করছে।
আসামি গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের এসপি বলেন, “তৈমুর আলম খন্দকারের কাছে চাঁদা দাবির অভিযোগ পেয়ে পুলিশ তদন্তকাজ শুরু করে। প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদা চাওয়ার বিষযটি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে।”
আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে হাতি প্রতীকে স্বতন্ত্র মেয়র প্রার্থী হয়েছেন তৈমুর। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত থাকার পরও মেয়র পদে প্রার্থী হওয়ায় এরই মধ্যে তৈমুরকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা আহ্বায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও দলের প্রাথমিক সদস্য পদে তিনি বহাল আছেন।
তৈমুরের প্রধান প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী। তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে নৌকা প্রতীকে ভোট করছেন।