জামালপুর জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালকের বিরুদ্ধে এতিমখানার জন্য বরাদ্দ করা অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
বুধবার (২৯ ডিসেম্বর) এ অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের উপ-সহকারী পরিচালক আব্দুল লতিফ হাওলাদার, ও কোর্ট পরিদর্শক মো. জাহিদুল ইসলামের সমন্বয়ে অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট টিম।
জানা গেছে, দুদক টিম অভিযোগকারীকে নিয়ে জেলা সমাজসেবা অফিস পরিদর্শন করে। সংশ্লিষ্ট বরাদ্দপত্র, চেক, রেজিস্ট্রার এবং নথিপত্র পরীক্ষা করে দুদক টিম। নথিপত্র অনুযায়ী তারা জানতে পারে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এতিমখানার অর্থ ছাড় করে চেক ইস্যুর মাধ্যমে এতিমখানা কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছে।
এ বিষয়ে অভিযান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।
দুদক এনফোর্সমেন্ট ইউনিট বুধবার ৯টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে। যার মধ্যে ২টি অভিযান ছিল। এছাড়া ৭টি দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদক।
অপরদিকে রংপুর সিটি করপোরেশনের আওতাধীন রাস্তা নির্মাণ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে আরও একটি অভিযান চালায় এনফোর্সমেন্ট টিম।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
দুদক টিম সেই দপ্তর ও প্রকল্প এলাকা পরিদর্শন করে। পরিদর্শনকালে টিম অভিযোগ সংশ্লিষ্ট ঠিকাদার, সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী ও অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করে। এনফোর্সমেন্ট টিম প্রকল্পের রাস্তার নির্মাণ কাজের মান যাচাইয়ের জন্য সেই রাস্তা পরিমাপ করে এবং বিভিন্ন স্থান থেকে নমুনা সংগ্রহ করে।
জানা গেছে, পরবর্তীতে এসব নমুনা পরীক্ষাগারে যাচাই করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদকের এনফোর্সমেন্ট । জানি