র্যাব-১১ এর সিপিসি-২ পৃথক দুইটি অভিযানে কুমিল্লা কোতয়ালী থানা এলাকা হতে ১০০ বোতল স্কান্ফ সিরাপ ও আমতলী এলাকা ৯৬ বোতল ফেন্সিডিল এবং ৮টি বিয়ারসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৩ ডিসেম্বর কুমিল্লা কোতয়ালী থানাধীন পাঁচতুবি ইউপির বামইল শিবের বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল স্কাফ এবং ৮টি বিয়ারসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা কোতয়ালি থানার কৃষ্ণপুর গ্রামেরটট মৃতব তারু মিয়ার ছেলে জহির মিয়া(২৮)।
পৃথক অভিযানে র্যাব-১১,আভিযানিক দল ২৩ ডিসেম্বর
কুমিল্লা কোতয়ালী থানাধীন ঢাকা টু চট্টগ্রামাগামী মহাসড়কের আমতলী বিশ্বরোড সাকিন ডায়মন্ড রেস্টুরেন্ট এর সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৯৬ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার গোলাকান্দাইল গ্রামের শাহ জাহান মোল্লার ছেলে আল আমীন মিয়া(২২)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করা হয়