কুমিল্লা র্যাব ১১ সিপিসি-২ এর পৃথক তিনটি অভিযানে আলেখারচর ও চান্দিনা থেকে ৫৮কেজি গাঁজা ও ৬০ বোতল ফেনসিডিলসহ চারজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ১৭
ডিসেম্বর গভীর রাতে কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন লক্ষীপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি কুমিল্লা চান্দিনা থানার লক্ষীপুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে মোঃ ইমাম হোসেন ইমন(৩৮)।
পৃথক আরও একটি অভিযানে ১৭ ডিসেম্বর সকালে কুমিল্লা কোতয়ালী থানাধীন আলেখারচর এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ধৃত আসামি সুয়াগাজী উলুল গ্রামের খোকন মিয়ার ছেলে মোঃ রনি(২১)।
এর আগে ১৫ ডিসেম্বর রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোডে এলাকায়
বিশেষ অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব১১ । গ্রেফতারকৃত আসামিরা হলো নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার পারাগাঁও গ্রামের মোঃ নবী হোসেন এর ছেলে মোঃ মহিউদ্দিন ভুইয়া(৩৩) এবং একই থানার মাসুমাবাদ মিঠাব গ্রামের মোঃ নেজামুল হক এর ছেলে মোঃ নূরুল ইসলাম(১৯)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়