রাজধানীর বনানীতে ফাঁকা রাস্তায় বেপরোয়া একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিশাকে ধাক্কা দিয়েছে। এতে অটোরিকশায় থাকা চালকসহ দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে এসে অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থেকে থাকা সবাই আহত হন। তাদের উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনার পরবর্তী ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন আহতাবস্থায় রাস্তায় পড়ে আছে। এর মধ্যে একজনকে কান্নাকাটি করতে দেখা গেছে। একটি ভিডিওতে আরও দেখা যায়, অনেকেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার জন্য বলেছেন।পিরে ঘটনাস্থলে পুলিশ হাজির হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।