1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকদের পদ যাত্রায় পুলিশের বাধা রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর গু‌লি‌তে দুজন নিহত,আটক ৫ জনপ্রশাসন মন্ত্রণাল‌য়ের দুই সচিব,১৮ অতিরিক্ত সচিবকে বাধ্যতামূলক অবসর চট্রগ্রা‌মের রাউজা‌নে ঘর থেকে তুলে নিয়ে যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা মে‌য়ে ধর্ষণের শিকার, লজ্জায় মা‌য়ের আত্মহত্যার চেষ্টা সরকারে থেকে দল গঠনের কৌশল হতে দেবো না : মির্জা ফখরুল সিগন্যাল দেওয়ায় ট্রা‌ফিক পুলিশকে অটোরিকশায় ঝুলিয়ে নিয়ে গেলেন চালক ট্রাম্পের কথার পাল্টা জবাব দিলেন জেলেনস্কি ২০১৮ সালের জাতীয় নির্বাচনে দায়িত্বে থাকা ৩৩ সা‌বেক ডিসিকে ওএসডি কু‌মিল্লা উত্ত‌রের ছাত্রলীগ নেতা রু‌বেল গ্রেফতার

হা‌রি‌য়ে যাওয়া শিশু‌কে বাবার নিকট ফি‌রি‌য়ে দিল পু‌লিশ

নাগরিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ২৪৫ বার পঠিত

খুশি। বয়সটা ৫ বছর। গত ১৮ নভেম্বর ২০২১ খ্রি. সকালে ঢাকার কামরাঙ্গীচর থানা এলাকা থেকে হারিয়ে যায় সে। ঠিকানা বলতে না পারায় খুশিকে থানায় দেওয়া হয়। থানা পুলিশ খুশিকে পাঠিয়ে দেয় ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনে। সেখানে পুলিশ খুশির জন্য পরিবারের মতো পরম যত্নে থাকার ব্যবস্থা নেয়। পাশাপাশি চলে তার পরিবারকে খুঁজে পাওয়ার চেষ্টা।

এভাবে ১২ দিন পুলিশের নিরন্তর চেষ্টার পর খুশির পিতাকে খুঁজে পায় পুলিশ। অন্ধ বাবার হাতে খুশিকে তুলে দেওয়ার পর এভাবেই অনুভূতি ব্যক্ত করেন খুশির বাবা হাশেম।

“কত জায়গায় আমার বাচ্চাডারে আমি খুঁজছি, আঠার তারিকা দুইডার সময় হারাইছে, বিরোস্পতিবার। কত লোগের কাছে আমি যাই, আমি কোন জায়গায় আর আমি ইয়া পাই না। কিন্তু আমার বাচ্চার কোন ছবি ছিল না, এ কারণে আমি ইয়া করতে পারিনা। কিন্তু আমি এহন পুলিশ প্রশাসনের কাছে আইয়া আমরা বাচ্চাডারে আমি পাইছি। আমি মরার আগ পর্যন্ত যতদিন বাচ্চা্ইয়া থাকি ওতোদিন ভর আমি পুলিশ প্রশাসনের লাগি দোয়া করাম। এ বারোডা দিনে বোঝা গেছে আমার লাগি বারোডা বৎসর গেছে। বারোডা বৎসরে যদি আমি জেলেও থাকতাম তবুও আমার ওতানি সাজা ভোগ করন লাগতো না। আমরার মদন থানার ওসি ফোন দিছে আমরার চেয়ারম্যানের ধারো, যে চেয়ারম্যানের ধারো ফোন দিছে যে কোন থানাত আটকা। আমি কইছি যে কোন থানাত আছে বাংলাদেশের ভিতরে যে কোনই থানায় থাহে, তুই খালি আমারে নামডা কইয়া দে, ঠিহানাডা কইয়া দে, আমি যাইয়াম। এর ভিতরেনি কিছুক্ষণ পরে আপনেরা থানা থেইকা ফোন গেছে। এহানো আইয়া তো দেখতাছি যে মেয়ে আমরার খুব যত্নই আছে”।

এভাবেই প্রতিদিন হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধার করে পিতামাতার কাছে পৌঁছে দিচ্ছে বাংলাদেশ পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com