ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন সিকদারকে মঙ্গলবার বিকেলে শহরের ডিসি কোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছে ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম।
জানা যায়, ২৮ নভেম্বর হাকিমপুর ইউনিয়নের বিপ্রবগদিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে পুলিশের ৩ সদস্যসহ ১৫ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলিবর্ষণ করে পুলিশ।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৭৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, শাওন শিকদারের বিরুদ্ধে এর আগেও বিতর্কমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বীর মুক্তিযোদ্ধাকে মারধর, আওয়ামী লীগের কর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ করার ভিডিও ভাইরাল হয়েছিল। শাওন কয়েকবার ছাত্রলীগ থেকে বহিষ্কার হলেও পুনরায় স্বপদে বহাল রয়েছেন।