হবিগঞ্জের ২১ ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের ভরাডুবি হয়েছে। মাত্র আট ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থীরা জয়ী হয়েছেন। তৃতীয় ধাপের নির্বাচনে হবিগঞ্জ সদর ও নবীগঞ্জে নৌকা প্রতীক ছাড়াও স্বতন্ত্র (বিএনপি) পাঁচজন, আওয়ামী লীগের বিদ্রোহী পাঁচজন এবং তিনজন স্বতন্ত্রপ্রার্থী জয়ী হয়েছেন।
রোববার (২৮ নভেম্বর) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নবীগঞ্জের ১৩ ইউনিয়নে জয়ীরা হলে- বড় ভাকৈর পূর্ব ইউনিয়ন রঙ্গলাল দাশ (স্বতন্ত্র), বড় ভাকৈর পশ্চিম আক্তার হোসেন ছুবা (নৌকা), ইনাতগঞ্জ ইউনিয়ন নোমান আহমদ (আওয়ামী লীগ বিদ্রোহী), দীঘলবাক ইউনিয়নে সাবেক বিএনপি নেতা মো. ছালিক মিয়া (স্বতন্ত্র), আউশকান্দি ইউনিয়নে দিলওয়ার হোসেন (নৌকা), কুর্শি ইউনিয়নে বিএনপি নেতা সৈয়দ খালেদুর রহমান (স্বতন্ত্র), করগাঁও ইউনিয়নে নির্মলেন্দু দাস রানা (বিদ্রোহী), নবীগঞ্জ সদর ইউনিয়নে হাবিবুর রহমান (নৌকা), বাউসা ইউনিয়নে বিএনপি নেতা সাদিকুর রহমান শিশু (স্বতন্ত্র), দেবপাড়া ইউনিয়নে শাহ রিয়াদ সুমন (স্বতন্ত্র), গজনাইপুর ইউনিয়নে ইমদাদুর রহমান মুকুল (বিদ্রোহী), কালিয়ারভাঙ্গা ইউনিয়নে ইমদাদুল হক চৌধুরী (বিদ্রোহী), পানিউমদা ইউনিয়নে ইজাজুর রহমান (নৌকা)।
হবিগঞ্জ সদরে বিজয়ীরা হলেন- লুকড়া বিএনপি নেতা মো. কাউছার রহমান (স্বতন্ত্র), রিচি মো. আব্দুর রহিম (নৌকা), পইল সৈয়দ মইনুল হক আরিফ (স্বতন্ত্র), গোপায়া বিএনপি নেতা এমএ মন্নান (স্বতন্ত্র), তেঘরিয়া এম এ মোতালিব (নৌকা), রাজিউড়া বদরুল করিম দুলাল (নৌকা), নিজামপুর তাজউদ্দীন আহমেদ (বিদ্রোহী), লস্করপুর মাহবুবুর রহমান হিরো (নৌকা)।