গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
শনিবার ভোর চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সেনাকল্যাণ ভবনের পাশে বস্তিটিতে আগুনের সূত্রপাত হয়।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইকবাল হোসেন।
ইকবাল হোসেন বলেন, এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে রয়েছে। এছাড়া রাজধানীর উত্তরা থেকে আসা আরও চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি বলেন, আগুনে কেউ হতাহত হয়েছেন কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি।