মেহেরপুরের গাংনীতে ট্রলিচাপায় রৌজা (১০) নামের এক ছাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন রোজার বাবা আশাদুল ও মা মৌসুমী খাতুন।
সোমবার (২২ নভেম্বর) সকালে উপজেলার গোপাল নগরে এ দুর্ঘটনা ঘটে। রৌজা ওই গ্রামের আশাদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে বাবা-মায়ের সঙ্গে নানার বাড়ি বেড়তে যাচ্ছিলো রৌজা। সড়কে একটি শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সবাই ছিটকে রাস্তার ওপর পড়ে যান। এসময় একটি ট্রলি তাদের চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রৌজাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক হামিদুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
গাংনী থানার ওসি (তদন্ত) শাহ আলম জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।