নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছয় তলা ভবনের ছাড় থেকে পড়ে মনির শিকদার (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা তিনটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত মনিরের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার দুমকী থানার আঠারো গাছিয়া গ্রামে।