হারিয়েছি যারে পাবো না তো তাঁরে আর
বেদনায় ম্লান হয়ে আছে এ অন্তর
বইবে না আর বোঝা আমাদের তরে
অফুরান প্রাণশক্তি আর মুগ্ধতায়
জাগতিক দায়ভার। অকস্মাৎ চুপ!
জীবনের অবহেলা, যত না পাওয়া,
শত বেদনার ভার হাসিতে মিশেছে।
একটা স্বপ্নের ছবি ভালো করো সবে
কতো শত জীবনের আলো জ্বেলে আজ
হয়তো হাজারো ব্যথা লুকিয়ে মনেতে
জাগতিক মায়া ছেড়ে নীরবে প্রস্থান।
যে যায় সে যায় রেখে যায় শুধু মায়া
ভালোবাসা মায়া রয়ে যাবে হয়ে ছায়া
বিদায় বেলা কে আর দুয়ারে দাঁড়িয়ে
রবে পলকহীন চোখে শুভকামনায়!
পরম মমতা যার সকলের তরে
শূন্যতায় কেঁদে উঠে মন বারেবারে।
প্রিয়জন হারানোর বেদনা অপার
কোনো সমবেদনায় থামে না ক্রন্দন
সকলের ভালো যার ভাবনা কামনা
বিধাতার কাছে শুধু দুহাত বাড়িয়ে
জান্নাতুল ফেরদাউস করি গো প্রার্থনা।
মাসুদা তোফা
সহযোগী অধ্যাপক