ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রতিদ্বন্ধী প্রার্থী মো. গিয়াস উদ্দিনের লোকজন অপর প্রার্থী মিলন চৌধুরীকে হুমকি দেওয়ার জের ধরে সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কিটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে তিনি। গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রার্থী মিলন চৌধুরীর ছেলে ইমরান হোসেন অপি জানান, ১১ নভেম্বর নির্বাচনকে সামনে রেখে তার বাবা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছিলেন। সোমবার বিকেল ৪টার দিকে তার বাবার বিপক্ষ প্রার্থী গিয়াস উদ্দিন তাদের বাড়িতে মো. সাত্তার ও মো. বশির নামে দুইজনকে পাঠান। তারা বাড়িতে এসে তার বাবাকে নির্বাচন থেকে সরে যেতে বলেন। এ সময় তাকে ভয়ভীতি দেখান।
তিনি আরও জানান, তাদের হুমকিতে অভিমান করে তার বাবা ঘরের দরজা বন্ধ করে কিটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তারা দরজা ভেঙে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে অভিযুক্ত গিয়াস উদ্দিনের সাথে যোগাযোগ করে তাকে খুঁজে পাওয়া যায়নি। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান বিষয়টি তদন্ত হচ্ছে ।