কক্সবাজারের উখিয়া থেকে সাড়ে তিন লাখ ইয়াবা বিদেশি মদসহ চারজন চোরাকারবারিকে আটক করেছে র্যাব-১৫। উখিয়ার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকা থেকে তাদের আটক করা হয়।
রবিবার (০৭ নভেম্বর) রাতে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।
আটকরা হলেন- রিয়াজুল করিম বাপ্পি (১৮), মনোয়ারা বেগম (৩৮), সাখাওয়াত হোসেন মুন্না (২২) ও জয়নাল উদ্দিন (২৬)। তারা উখিয়ার পালংখালী ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় পালিয়ে যায় তাদের সহযোগী গুরা মিয়া।
র্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, মিয়ানমার সীমান্ত দিয়ে একদল মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বাংলাদেশে ঢুকছিল। গোপন সংবাদ খবর পেয়ে গয়ালমারা এলাকায় জনৈক গুরা মিয়া বসতবাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১১ বোতল বিদেশি মদ ও ১৫টি ক্যান বিয়ার উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় রিয়াজুল করিম বাপ্পি, মনোয়ারা বেগম, সাখাওয়াত হোসেন মুন্না ও জয়নাল উদ্দিনকে। তবে আটকদের সহযোগী গুরা মিয়া পালিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে তারা র্যাবকে জানিয়েছেন, মিয়ানমারের মাদক কারবারিদের কাছ থেকে ইয়াবার চালান এনে কক্সবাজার-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করেন তারা।