সুন্দরবনে হরিণের মাংসসহ শিকারি আট
সুন্দরবনসংলগ্ন লোকালয় থেকে হরিণের মাংস ও মাথাসহ মো. ইস্রাফিল (৪০) নামে এক শিকারিকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা।
এ সময় তার কাছ থেকে ১৬ কেজি ৫০০ গ্রাম হরিণের মাংস ও ১টি হরিণের মাথা জব্দ করেন কোস্টগার্ড সদস্যরা। রোববার (৭ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুন্দরবনসংলগ্ন কয়রা উপজেলার পাতাখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. ইস্রাফিল খুলনা জেলার কয়রা উপজেলার পাতাখালী গ্রামের বাবু মোল্লার ছেলে। কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা লে. কমান্ডার মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের মাংস ও মাথাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ইস্রাফিল দীর্ঘদিন ধরে হরিণ শিকার ও মাংস বিক্রির সঙ্গে জড়িত। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ মাংস ও আটক আসামিকে বন বিভাগের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।