চট্টগ্রামের সাতকানিয়ার একটি ধানক্ষেত থেকে বিশাল আকৃতির হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সকালে উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন থেকে মরদেহটি উদ্ধার করে বন বিভাগ।
ধারণা করা হচ্ছে, হাতির আক্রমণ থেকে ধানক্ষেত বাঁচাতে বিদ্যুতের ফাঁদ পাতা হয়। খাবারের খোঁজে হাতিটি লোকালয়ে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারে।
সাতকানিয়া মাদার্শা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. মামুন মিয়া বলেন, সোনাকানিয়া ইউনিয়ন এলাকার ধানক্ষেত থেকে একটি হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে এটির মৃত্যু হয়েছে, খোঁজ নেওয়া হচ্ছে বিষয়টির। এ ঘটনায় কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।