নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত সাড়ে ১০ পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ অভিযান চালানো হয় রাজধানী ও কেরানীগঞ্জে।
গ্রেফতাররা হলেন- মিঠুন রহমান ওরফে মিঠু, সাকিব আল হাসান, আব্দুস শুকুর সোহাগ, মো. জাবের ও ওমর ফারুক। গ্রেফতারদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইন মামলা হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) আসলাম খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রথমে অভিযান পরিচালনা করে শেরেবাংলা নগর এলাকা থেকে মিঠুন রহমান ওরফে মিঠুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে জব্দ করা হয় একটি মোবাইল ও পাঁচটি উগ্রবাদী বই। মিঠুনের দেওয়া তথ্যমতে কেরানীগঞ্জ হযরতপুর এলাকা থেকে সাকিব আল হাসানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ও দুইটি উগ্রবাদী বই জব্দ করা হয়।
মিঠুন ও সাকিবের দেওয়া তথ্যমতে আব্দুস শুকুর সোহাগ, মো. জাবের ও ওমর ফারুককে গ্রেফতার করা হয় বলে জানান এটিইউয়ের এই কর্মকর্তা।
তিনি জানান, গ্রেফতারদের মধ্যে আব্দুস শুকুর সোহাগ ও জাবের ২৯ অক্টোবর উগ্রবাদ সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য হবিগঞ্জ ও লক্ষ্মীপুর থেকে ঢাকায় এসেছিলেন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে উগ্রবাদী প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্য কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। সিকিউরড টেলিগ্রাম গ্রুপ খুলে নিজেদের মধ্যে তারা যোগাযোগ চালাতেন।
এছাড়া উগ্রবাদী বিভিন্ন বই ও বক্তৃতা অনলাইনে পোস্ট করে আগ্রহীদের সঙ্গে যোগাযোগ রক্ষাসহ উগ্রবাদের দিকে আহ্বান করে আসছিলেন গ্রেফতাররা