রাজধানীর মিরপুর এলাকা থেকে গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মিরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো আদিব আদনান, মোঃ তাজুল ইসলাম রাফি, মোঃ প্রিয়ম চৌধুরী, মেহেদি হাসান হৃদয় ও সিয়াম মুসলিম জয়। বুধবার (২৭ অক্টোবর, ২০২১) রাত ১:৪০ টায় মিরপুর থানার মনিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাজিরুর রহমান জানান, কতিপয় মাদক ব্যবসায়ী মিরপুর থানার মনিপুর এলাকার ইউনিক ইন্টারন্যাশনাল মডেল স্কুল এর সামনে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে রাত ১:৪০ টায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আদিব, তাজুল, প্রিয়ম চৌধুরী ও মেহেদিকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে রাত ৩টায় মিরপুর থানার ২নং সেকশনের এফ ব্লকের একটি বাড়িতে অভিযান চলিয়ে সিয়ামকে গ্রেফতার করা হয়। এসময় সিয়ামের হেফাজত হতে ২ কেজি গাঁজা, ১টি গাঁজা পরিমাপ করার ডিজিটাল পাল্লা ও একটি ছুরি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।