কুমিল্লা টিক্কারচর ব্রীজের উপর থেকে ৭৮ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে র্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বুধবার ২৭ অক্টোবর সকালে কুমিল্লা টিক্কারচর ব্রীজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোটর সাইকেলে মাদকদ্রব্য পরিবহনের সময় ৭৮ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতার মাদক ব্যবসায়ী কুমিল্লা সদরের দক্ষিণ বাগবের গ্রামের মৃত আলী হোসেন এর ছেলে মীর হোসেন (২০)। এ সময় সময় একটি মোটর সাইকেলও জব্দ করে র্যাব সদস্যরা। ধৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।