মানিকগঞ্জের পাটুরিয়ায় ট্রাকসহ ‘আমানত শাহ’ নামে একটি ফেরি কাত হয়ে হেলে পড়েছে। বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে ৫ নম্বর ফেরি ঘাট পন্টুনে এ দুর্ঘটনা ঘটে।
হেলেপড়া ফেরিকে উদ্ধারকা করতে ‘প্রত্যয়’ নামের একটি জাহাজ নারায়ণগঞ্জ থেকে রওনা হয়েছে। জাহাজটি মুন্সিগঞ্জের লৌহজং হয়ে পদ্মা সেতু অতিক্রম করে গন্তব্যে পৌঁছাবে। এক্ষেত্রে সেতুর নিরাপত্তা ও নির্বিঘ্নে জাহাজটি অতিক্রমের জন্য নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা বলেন, ঘাট থেকে যানবাহন নিয়ে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে এটি নোঙর করে ফেরিটি। এরপর ফেরি থেকে ২-৩ তিনটি যানবাহন নামার পরই ফেরিটি হেলে পড়ে।
ব্যালেন্স ট্যাংক পূর্ণ না থাকায় নদীতে হেলে পড়ে ফেরিটি। এতে ফেরিতে থাকা ১৪টি কাভার্ডভ্যান, ১০-১২টি মোটরসাইকেল পানিতে পড়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ পরিচালক দিনমণি এ তথ্য জানান।
তিনি বলেন, দুর্ঘটনার সময় পাটুরিয়া ফেরিঘাট সংলগ্ন নৌ পুলিশের একটি টিম অবস্থান করছিল। ওই টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। বর্তমানে পাঁচজন ডুবুরি উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। এ পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।