আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান মনোনয়নের পাশাপাশি মেম্বার পদেও দলীয় সমর্থন দেওয়া হবে বলে জানান সদর এমপি আকম বাহা উদ্দিন বাহার। সোমবার সন্ধ্যায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগ অফিসের সভাকক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আলোচনা সভায় কুমিল্লা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ এর শীর্ষ নেতৃবৃন্দ, উপজেলা চেয়ারম্যান ও ৬ ইউপি চেয়ারম্যানদের নিয়ে সভা করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি।
এমপি বাহার বলেন, বর্তমানে দলীয় মেম্বার যাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই তারা আবারও দলীয় সমর্থন পাবে আর যাদের বিরুদ্ধে ধান্দাবাজি সহ জনগণনকে হয়রানির অভিযোগ রয়েছে তাদের স্থলে নতুন প্রার্থীকে সমর্থন দেওয়া হবে। ১৫ নভেম্বরের মধ্যে প্রাথমিক প্রার্থী তালিকা প্রস্তুত করবে ইউনিয়ন আওয়ামী লীগ।