ঢাকায় নিযুক্ত বিদেশী কূটনীতিকদের সাথে এক নিরাপত্তা সমন্বয় সভায় ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম(বার) বলেন, সন্ত্রাস ও উগ্রবাদ বৈশ্বিক সমস্যা এবং শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য হুমকি স্বরূপ। সন্ত্রাসবাদ কোনো ধর্ম, জাতি, বিশ্বাস, সংস্কৃতি, নৃগোষ্ঠী বা সমাজের সাথে যুক্ত হতে পারে না এবং তা হওয়া উচিৎ ও নয়। সন্ত্রাসবাদ মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। বাংলাদেশ সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।
রবিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উদ্যোগে রাজধানীর একটি অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম(বার) ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কনসাল জেনারেলগণ অংশগ্রহণ করেন।