রাজধানী ঢাকার যাত্রাবাড়ী ও চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ৮জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব। তারা পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির আট ছিনতাইকারী সোয়েব, শাহ আলম, পাভেল, ফারহান, ইয়াছিন, হাবিবুল, সৌরভ মিয়া, শাকিল ও জিহাদুল ইসলাম আকাশকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় পৃথক অভিযান চালিয়ে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৫টি চাকু, ও ৫টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।
আরেক অভিযানে চকবাজার মডেল থানাধীন হোসেনি দালান রোড এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৩টি চাকু ও ২টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।