কুমিল্লায় মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় আরও ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ অক্টোবর) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃত আসামি – কুমিল্লা নগরীর কাপড়িয়াপট্টি এলাকার মাঈন উদ্দিন, রাশেদ ও এম্বু। কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর নাগরিক খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১৩ অক্টোবর কুমিল্লা মহানগরীর নানুয়ার দিঘিরপাড়ে পূজামণ্ডপের ঘটনার পর ওই দিন দুপুরে নগরীর কাপড়িয়াপট্টি এলাকায় চাঁন্দমনি রক্ষাকালী মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে আসামি করে একটি মামলা করা হয়। ওই মামলায় মাঈন উদ্দিন, রাশেদ ও এম্বুকে গ্রেফতার করা হয়।
এছাড়াও ফেসবুক লাইভে কুমিল্লার নানুয়ার দিঘিরপাড়ে পূজামণ্ডপে পবিত্র কোরআন পাওয়ার ঘটনাটি তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে প্রচারকারী ফয়েজ আহমেদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৯ অক্টোবর) কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জাহান উর্মি এ আদেশ দেন। বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি ফয়েজকে জিঙ্গাসাবাদ করবে।