রাজধানীর পল্লবী থানা এলাকা হতে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্লবী থানা পুলিশ । গ্রেফতারকৃতদের নাম- মোঃ হুমায়ুন কবির সাগর, মোঃ সোহাগ মিয়া, মোছাঃ শারমিন আক্তার ও মোছাঃ মৌসুমি আক্তার মৌ।সোমবার (১১ অক্টোবর, ২০২১) রাত ১২:৫০টায় পল্লবী থানার সেকশন-১২ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
পল্লবী থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলাম, পিপিএম (বার) বলেন, পল্লবী থানার সেকশন-১২ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে হুমায়ুন, সোহাগ, শারমিন ও মৌসুমিকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে তাদের হেফাজত হতে ৬,০০০ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা রুজু হয়েছে বলেও পুলিশের এ কর্মকর্তা জানান।