সামাজিক যোগাযোগমাধ্যম ‘ইমো হ্যাক’ প্রতারণা চক্রের তিন সদস্যকে নগদ ৪৫ হাজার টাকাসহ গ্রেফতার করেছে র্যাব।
রোববার (১০ অক্টোবর) রাতে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চক্রের সদস্যরা হলেন- নাটোরের লালপুর বিলমারিয়া এলাকার মৃত সামাদ বিশ্বাসের ছেলে শাকিব বিশ্বাস (১৯), মমিনপুর এলাকার জাফর আলীর ছেলে মেহেদী আলী (২১) ও নগরীর হরিরামপুর এলাকার আলম হোসেনের ছেলে আল আমিন (২০)।
র্যাব জানায়, ধৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীদের ইমো আইডি হ্যাক করে থাকেন। পরবর্তীতে ভিকটিমের পরিচিতজনদের নিকট থেকে প্রতারণার মাধ্যমে নানা অজুহাতে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেন।
র্যাব আরও জানায়, গ্রেফতারদের কাছে থেকে ২১টি মোবাইল, ৪৯টি সিমকার্ড, ৪টি মেমোরি কার্ড, ২টি ল্যাপটপ, ১টি ক্যামেরা, ২টি মাউস, ৩টি মোবাইল চার্জার, ১টি টেলিফোন, ১টি সিসি ক্যামেরা ও নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।