রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজা ও ৯০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বাড্ডা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোঃ জামাল হোসেন ও মোঃ নাহিদুল ইসলাম। শুক্রবার ৮ অক্টোবর বিকেলে বাড্ডার পশ্চিম মেরুল মেইন রোড থেকে তাদেরকে এ বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
বাড্ডা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ডিএমপি নিউজকে জানান, বাড্ডা থানা এলাকায় QRT ডিউটিতে থাকা একটি দল সংবাদ পায় যে, দুইজন মাদক ব্যবসায়ী গাঁজা ও ইয়াবা বিক্রির জন্য পশ্চিম মেরুল মেইন রোডে একটি দোকানের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দুইজন পালানোর সময় গ্রেফতার করা হয় জামাল ও নাহিদুল নামের দুইজনকে। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ২০ কেজি গাঁজা, ৯০০ পিস ইয়াবা ও একটি রেজিস্ট্রেশন বিহীন YAMAHA মোটর সাইকেল। যার ইঞ্জিন নং-G3N4EO115213 এবং চেসিস নং-MEIRG6812M0041776.
গ্রেফতারকৃতরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে। বাড্ডা থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।