গাজীপুরের কালীগঞ্জে প্রেমিকাকে হত্যা করে প্রেমিক হৃদয় আত্মহত্যা করেছেন। সে কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামের মৃত সমর গমেজের ছেলে। বুধবার ৬ অক্টোবর গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামে ঘটে। প্রেমিকা ইভানা রোজারিও একই উপজেলার তুমলিয়া ইউনিয়নের বান্দাখোলা গ্রামের স্বপন রোজারিওর মেয়ে।
জানা যায়, ভূমি রেজিস্ট্রি অফিস থেকে সন্ধ্যা ৭টার সময় হৃদয়ের মা বাড়ি ফিরে দেখেন ভিতর থেকে ঘরের দরজা বন্ধ।পরে জানালা দিয়ে ঘরের মেঝেতে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানায়।
খবর পেয়ে পুলিশ হৃদয়ের ঘর থেকে তার ও প্রেমিকার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান।
ওসি জানান, সকালে হৃদয়ের মা বাড়ি থেকে বেরিয়ে গেলে কোনো এক সময় প্রেমিকা ইভানাকে বাড়িতে ডেকে আনে হৃদয়। দুপুরে বা বিকেলের মাঝামাঝি সময়ে প্রেমিকাকে ছুরিকাঘাত করে হত্যার পর হৃদয় ও আত্মহত্যা করে।
ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘরের দরজা বন্ধ পেয়ে দেয়াল টপকে ঘরে প্রবেশ করে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় প্রেমিক হৃদয়ের পেটে ছুরিকাঘাত ও হাতে ছুরি ছিল এবং প্রেমিকা ইভানার গলায় ছুরিকাঘাত ছিল। ঘরের মেঝেতে প্রেমিকার উপর প্রেমিকের মরদেহ পড়ে ছিল।
ওসি আনিসুর রহমান আরও বলেন, দুজনের সম্পর্ক পরিবার মেনে না নেওয়ায় তারা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি।এছাড়াও তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বিস্তাুরিত ঘটনা।