কুমিল্লা ১০ ব্যাটালিয়ন বিজিবি’র শিবের বাজার পোস্টের টহলদল বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল,ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, মদ ও গাঁজা উদ্ধার করেছে।
বিজিবি সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৫ টায় কুমিল্লা ১০ ব্যাটালিয়নের শিবের বাজার বিওপি’র একটি টহলদল চৌদ্দগ্রাম উপজেলার দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১০০/৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “বদরপুর”নামক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল,একটি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ৪৭ বোতল মদ, ১৩ টি বিয়ার ও ১.৮ কেজি গাঁজা উদ্ধার করে। যার বাজার মূল্য ১ লক্ষ ৯৬ হাজার ৭ শত টাকা। কুমিল্লা ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ গোলাম ফজলে রাব্বি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।