ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল মহড়ায় আরাফাত (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চর লক্ষ্মীপুর গ্রামের এ ঘটনা ঘটে।নিহত শিশু ওই গ্রামের চান্নু হোসেনের একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় চর লক্ষ্মীপুর গ্রামের নজির হোসেন ২০টির বেশি মোটরসাইকেল নিয়ে রাস্তায় মহড়ায় দেন। মহড়ার পেছনের দিকের মোটরসাইকেল বহর রাস্তায় শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, নজির আগামীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য (মেম্বার) পদে লড়বেন। তারই অংশ হিসেবে গণসংযোগ চালাতে এ মহড়া বের করেন তিনি।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) মো. আরিফুল ইসলাম বলেন, মোটরসাইকেলের নিচে চাপা পড়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা দেয়নি।