রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ৪৬ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ শফিকুল ইসলাম। ২৯ সেপ্টেম্বর, ২০২১ (বুধবার) বেলা ০২:৪৫ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী শনিরআখড়া ফুটওভার ব্রীজের নীচ থেকে তাকে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম নাগরিকরখবরকে জানান, মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনাকালীন খবর আসে, শনির আখড়া এলাকায় গোপনে কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য গাড়ীসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি কালো রঙের NISSAN SUNNY প্রাইভেটকারসহ শফিকুল নামে একজনকে গ্রেফতার করা হয়।এসময় প্রাইভেটকার থেকে উদ্ধার করা হয় ৪৬ কেজি গাঁজা । যাত্রাবাড়ী থানায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশ এ কর্মকর্তা।
গোয়েন্দা মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মানস কুমার পোদ্দার পিপিএম-বার এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (টিম লিডার) মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।