মুঠোফোনে দাবীকৃত চাঁদাবাজির টাকা গ্রহণকালে হাতেনাতে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর চকবাজার মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোঃ স্বপন ও মোঃ রুবেল।
চকবাজার মডেল থানা সূত্রে জানানো হয়, ২৬ সেপ্টেম্বর ২০২১ রাত ০৩:২৬ টায় উক্তথানাধীন ইমামগঞ্জ নিউ রহমানিয়া ট্রান্সপোর্ট পরিচালনাকারীর নিকট এক ব্যক্তি মুঠোফোনে ২০ হাজার টাকা চাঁদাদাবী করেন। না দিলে বড় ধরণের ক্ষতির হুমকি প্রদান করা হয়। তিনি আত্মসম্মানের ভয়ে ১০ হাজার টাকা দিতে রাজী হন।
হুমকি দাতা টাকা নিয়ে গুলিস্তান এলাকায় যেতে বললে তিনি চকবাজারের জেলখানা রোডে আসার কথা বলেন। সাথে সাথে তিনি চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জকে বিষয়টি জানিয়ে রাখেন। কথামতো, ২৬ সেপ্টেম্বর ভোর পৌনে পাঁচটায় হুমকি দাতাসহ আরো কয়েকজন নাজিমউদ্দীন রোডের মাক্কু শাহ্ মাজারের সামনে টাকা নিতে আসেন। তিনি একজনের নিকট ১০ হাজার টাকা বুঝিয়ে দেন। আর তখনি আগে থেকে ওঁৎ পেতে থাকা ডিএমপির চকবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা হাতেনাতে স্বপন নামে একজনকে গ্রেফতার করে। এ সময় আরো কয়েকজন সেখান থেকে পালিয়ে যায়।
স্বপনের নিকট থেকে পুলিশ ১০ হাজার টাকা, একটি সুইচ গিয়ার চাকু ও একটি মুঠোফোন উদ্ধার করে। পরবর্তী সময়ে স্বপনের তথ্যমতে যাত্রবাড়ীর জনপথ মোড় থেকে গ্রেফতার করা হয় রুবেল নামের আরেক জনকে।
প্রতিষ্ঠানটির পরিচালনাকারীর অভিযোগের প্রেক্ষিতে চকবাজার মডেল থানায় মামলা রুজু হয়েছে। অন্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।