বাংলাদেশি চারটি পাসপোর্টসহ আজগর আলী নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল ইমিগ্রেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ভারতের ২৪ পরগনার খিদিরপুর ফেন্সি মার্কেট এলাকার বাসিন্দা।
বেনাপোল এনএসআইয়ের উপ-পরিচালক ফরহাদ হোসেন বলেন, সন্দেহবশত আজগর আলীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বাংলাদেশি চারটি পাসপোর্ট আছে বলে জানান। পাসপোর্টগুলো তাকে বেনাপোল এলাকার রাসেল নামের এক যুবক দিয়েছেন।
আটক আজগর আলী বলেন, পাসপোর্টগুলো দিয়ে ভারতে নিয়ে কুরিয়ার করার জন্য বলেছেন ওই যুবক। কুরিয়ার খরচ ও ব্যাঙ্গালুরুর ঠিকানা ধরিয়ে দেন আমাকে।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব বলেন, একজনের পাসপোর্ট অন্যজন বহন করা অপরাধ। আর ভারতীয় নাগরিক সেটি বহন করে নিয়ে যাচ্ছেন।
আজগর হোসেন নামে ওই নাগরিককে বেনাপোল থানায় পাসপোর্টসহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।