রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কদমতলী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো সাজ্জাদ হোসেন ও মোঃ কামরুল ইসলাম। তাদের উভয়ের বাড়ি চট্টগ্রাম।
২৩ সেপ্টেম্বর, ২০২১ দিবাগত রাত ০০:২০ টায় কদমতলীর সাদ্দাম মার্কেটের সামনের রাস্তা থেকে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া কদমতলী থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) জাকির হোসাইন জানান, কদমতলীর সাদ্দাম মার্কেটের সামনে ইয়াবা বেচা-কেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে টহল পুলিশের সহায়তায় ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে উদ্ধার করা হয় ৮০০পিস ইয়াবা।
কদমতলী থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।