ঢাকার আদাবর থানার সুনিবিড় হাউজিং সোসাইটি থেকে মোঃ আবদুল হালিম নামে একজন বয়স্ক ব্যক্তি হারিয়ে গেছেন। হালিম সাহেবের বয়স ৭৫ বছর। তাঁর বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার ফকিরপাড়া।
জনাব হালিম গত ২০ আগস্ট, ২০২১ বেলা অনুমান তিনটায় আদাবরের সুনিবিড় হাউজিং সোসাইটি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তিনি ফিরে না আসায় সম্ভাব্য সকল জায়গায় ও নিকট আত্মীয়ের বাসায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
তাঁকে খুঁজে না পেয়ে তাঁর ছেলে ১৫ সেপ্টেম্বর, ২০২১ ডিএমপির আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর-৭১৬।
জনাব হালিমের গায়ের রং শ্যামলা, মুখে সাদা দাঁড়ি আছে। তাঁর উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে সাদা স্যান্ডু গেঞ্জি ও সাদা লুঙ্গি ছিলো।
কোন সহৃদয়বান ব্যক্তি ছবিতে প্রদর্শিত (হালিম) এর সন্ধান জেনে থাকলে অফিসার ইনচার্জ আদাবর থানা (০১৩২০-০৪০৮৮৬) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।