রাজধানীর রমনা এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতরা হলো আব্দুল মোমেন ও মোহাম্মদ সেলিম উল্লাহ।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি তেজগাঁও বিভাগের সঙ্ঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম জানান, সোমবার (২০ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া সাতটায় রমনার সবজি বাগান এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মোমেন ও সেলিম নামের দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করে পুলিশ।