কুমিল্লা জেলাকে মাদক মুক্ত করার জন্য পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় বুড়িচং থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন।
পুলিশ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে বুড়িচং থানার এসআই বিনোদ দস্তিদার, এএসআই ওয়াহিদুজ্জামান ও সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকার ১নং রাজাপুর ইউনিয়নের শংকুচাইল গ্রামে অভিযান চালিয়ে ২৬ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িরা হলো মোঃ মিজানুর রহমান মিজান(৩২) ,মোঃ কামরুল হাসান নাছিম(২৬), মোঃ সবুজ(৩৮) , মোঃ ওসমান আহমেদ ওসমান (৩২) ধৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।