রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দস্যুতার চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- লিটন, মোঃ আলমগীর হোসেন ও মোঃ রুবেল। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩টি স্টিলের চাকু উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম, বিপিএম, পিপিএম বলেন, শনিবার (১৮ সেপ্টেম্বর, ২০২১) রাত ৮:৩৫ টায় যাত্রাবাড়ী থানার যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।