1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জাহিদুল ইসলাম পারভেজের হ/ত্যা/র প্রতিবাদে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বি/ক্ষো/ভ মি/ছি/ল। বনানী থেকে ২১ এপ্রিল ২০২৫, সোমবার আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির সময় নারায়ণগঞ্জে আটক ছাত্রদল নেতা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র নবাব পারভেজ হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল। ব্রিফিং | বিএনপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) লিয়াজোঁ কমিটির বৈঠক | ১৯ এপ্রিল ২০২৫, শনিবার নাছিরপুর জলমহাল: দখল-পাল্টা দখলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা; এক ডাবলুতেই আতঙ্ক পদত্যাগ করলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ ভূঁইয়া একাত্তরের রাজনীতি ভুল ছিল বলেই চব্বিশ ঘটেছে: শারমীন এস মুরশিদ যখন সংস্কারের কথা কেউ ভাবেনি তখন থেকে বিএনপি সংস্কারের কথা বলেছে। -অধ্যাপক আলী রীয়াজ, ঐকমত্য কমিশনের সহসভাপতি। ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিলের ডাক দিলেন মাওলানা মামুনুল হক আগামী মাসে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া’

র‌্যাবের অ‌ভিযা‌নে ফেনী‌তে অ‌বৈধভা‌বে সিএন‌জি সরবরা‌হের অ‌ভিযো‌গে ৬০২টি সিলিন্ডারসহ ৫ টি কার্ভাডভ‌্যান জব্দ,গ্রেফতার ১৭

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৯‌২ বার পঠিত

কু‌মিল্লা র‌্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক বিশেষ অভিযানে ফেনী মডেল থানাধীন দেবীপুর এলাকায় সিএনজি ফিলিং ষ্টেশন হতে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় ১ লক্ষ ৮৩ হাজার ৪০০ টাকাসহ ১৭ জনকে  গ্রেফতার করা হয়। এ সময় ৬০২ টি সিলিন্ডারসহ ৫টি কাভার্ড ভ্যান জব্দ ক‌রে র‌্যাব সদস‌্যরা।

র‌্যাব সুত্র জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল রোববার ১৯ সেপ্টেম্বর ভোরে ফেনী জেলার ফেনী মডেল থানার দেবীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে “মেসার্স প্রাইম সিএনজি ফিলিং ষ্টেশনে সিলিন্ডারে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় ১ লক্ষ ৮৩ হাজার ৪০০ টাকাসহ ১৭ জনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এই চক্রটি মূলতঃ সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে সরাসরি গাড়িতে জ্বালানী সরবরাহ করার পাশাপাশি বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর সিলিন্ডার ¯’াপন করে মিটার ব্যতীত মূল গ্যাস লাইন থেকে গ্যাস মজুদ করে তা অবৈধভাবে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় এবং যেসব এলাকায় গ্যাস সংযোগ নেই সেসব এলাকার বিভিন্ন কারখানায় চড়ামূল্যে বিক্রি করে।

চক্রটি সিএনজি গ্যাস সংগ্রহ করে বিভিন্ন ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন স্থাপন করে প্রতি ঘটফুট প্রচলিত বাজার মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রি করে আসছিল। সিএনজি স্টেশনে সরকার কর্তৃক নির্ধারিত ৪৩ টাকা ধরে বিক্রির পরিবর্তে চোরাই পথে ৪৫ টাকা ধরে বিক্রি করে এবং সরবরাহকারীরা পরবর্তীতে বিভিন্ন স্থা‌নে ৫৮-৬০ টাকা ধরে বিক্রি করে। এভাবে অবৈধ ভাবে গ্যাস চোরাই পথে সরবরাহ ও বিক্রির সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে এবং এর পাশাপাশি মিটার ব্যতীত এই গ্যাস বিক্রির ফলে সরকার বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

গ্রেফতারকৃত আসামীরা হ‌লো: ফেনী জেলার ফেনী সদর থানার উত্তর শর্শদী খানেরবাড়ি গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে মোঃ তাহের (৩৩), ২। ফেনী জেলার ছাগলনাইয়া থানার পশ্চিম সবু গ্রাম গ্রামের মজিবর
রহমানের ছেলে মোঃ সাইদুর রহমান (২০), ৩। একই থানার দক্ষিণ আধার মানিক গ্রামের মৃত নূর ইসলামের ছেলে মোঃ সাইদুল ইসলাম রনি (২৮), ৪। একই থানার লক্ষীপুর গ্রামের গোপী হরি গ্রামের শিবু (২১), ৫। একই গ্রামের রায়কমল দাসের ছেলে যাদব কুমার দাস (২৬), ৬। লক্ষীপুর জেলার রামগতি থানার শিক্ষাগ্রাম গ্রামের মোঃ ওয়াজেদ এর ছেলে মোঃ হামীম (২০), ৭। একই থানার শ্যামল গ্রামের আবু সায়েদ এর ছেলে মোঃ মাহমুদুল হাসান (৩২), ৮। একই থানার শিক্ষাগ্রাম গ্রামের আঃ মালেক এর ছেলে মোঃ রাশেদ (২২), ৯। নোয়াখালী জেলার সুবর্ণচর থানার জাহাজমারা গ্রামের আবুল কালাম এর ছেলে মোঃ রায়হান (২৭),

১০। কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর গ্রামের ওলিউর রহমানের ছেলে মোঃ সুমন ফরাজী (২৪), ১১। নাঙ্গলকোট থানার সারদাতলী গ্রামের আঃ খালেক এর ছেলে মোঃ ইব্রাহীম (২৭), ১২। একই থানার মদনপুর গ্রামের মৃত আবু বক্কর এর ছেলে মোঃ সোহাগ (৪১), ১৩। চৌদ্দগ্রাম থানার খেয়াস গ্রামের মৃত আলী আহম্মেদ এর ছেলে মোঃ নাছির উদ্দিন (৪৭), ১৪। একই থানার দক্ষিণ সান্ধ্যকরা গ্রামের আবু রশিদ এর ছেলে মোঃ ইকবাল হোসেন (২১), ১৫।
চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার হারিণতোয়া গ্রামের মৃত আব্দুর সবুর এর ছেলে মোঃ জুনায়েদ হোসেন (৩১), ১৬। একই থানার মনিয়াবাদ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ নূর ইসলাম (৩৭) ও ১৭। লোহাগড়া থানার ভবানীপুর গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে মোঃ নাছির (৪২)। উক্ত অভিযানে ৬০২ টি সিলিন্ডারসহ ০৫টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com