কুমিল্লার মনোহরগঞ্জে বাসচাপায় সিএনজির চার আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
কুমিল্লা-নোয়াখালী সড়কের নাথের পেটুয়া পুরাতন বাজার এলাকায় রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে মনোহরগঞ্জ থানার নাথের পেটুয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাফর ইকবাল জানান,সকাল সাড়ে ১০টায় দুর্ঘটনার খবর আসে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী হিমাচল পরিবহনের একটি বাস নাথের পেটুয়ামুখী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে।
লাকসাম সার্কেল সুত্র জানায়, ১৮ সেপ্টেম্বর সকাল অনুমান ১০.২৭ ঘটিকার সময় হিমাচল পরিবহনের একটি বাস (রেজিঃ নং-চট্ট-মেট্রো-ব ১১-০৭৭৩) নোয়াখালী হইতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে নাথেরপেটুয়া পুরাতন বাজার মহাসড়কের উপরে এসে নিয়ন্ত্রন হারিয়ে প্রথমে একটি ট্রাক্টর ও ব্যাটারী চালিত মিশুক এবং পরবর্তীতে বৈদ্যুতিক পিলারে ধাক্কা দিয়ে নাথেরপেটুয়া বাজারগামী একটি চলন্ত সিএনজি গাড়ীকে চাপা দেয়।
সিএনজিতে থাকা ৬ জন যাত্রীর মধ্যে ১। মোঃ রাফি(২৩), পিতা-অজ্ঞাত, সাং-খিলা বাজার, থানা-মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লা, ২। ইয়াসিন(৩২), পিতা-অজ্ঞাত, সাং-চাটখিল, থানা-চাটখিল, জেলা-নোয়াখালী, ৩। শাহাদাত(২৩), পিতা-অজ্ঞাত, সাং-পাচকুড়া, থানা ও জেলা-নোয়াখালী’গণ ঘটনাস্থলেই মৃতুবরণ করেন।হাসপাতালে মারা যায় আবুল হোসেন(৬৫), পিতা-অজ্ঞাত, সাং-চাটখিল, জেলা-নোয়াখালী, জেলা-কুমিল্লা।
মৃত রাফির সাথে থাকা তাহার আত্মীয় দুই শিশু ১। মরিয়ম আক্তার তানহা(০৭), ২। নাবিল খান(১২), উভয় পিতা-রুবেল খান, সাং-রামপুর, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা, বাসের মধ্যে থাকা যাত্রী ১। মাহাফিয়া(৪৩), স্বামী-ইউনুস, সাং-পঞ্চগটি, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ’গণ আহত হয়। ঘটনাস্থল হতে আহত যাত্রীদের উদ্ধার পূর্বক দ্রুত নাথেরপেটুয়া বাজারস্থ ভূইয়া মেডিকেল হাসাপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে লাশ এবং যানবাহন হেফাজতে নেন।