র্যাব-১১ এর সিপিসি-২ এর বিশেষ অভিযানে কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন চান্দল এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল শুক্রবার ১৭ সেপ্টম্বের বিকালে জেলার চৌদ্দগ্রাম মডেল থানাধীন চান্দল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জেলার চৌদ্দগ্রাম মডেল
থানার চান্দল মধ্যমপাড়া গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে মোঃ আবুল কাশেম (৭৯)। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করে র্যাব সদস্যরা।