হারিয়ে যাওয়া শিশু মিলির অভিভাবককে খুঁজছে পুলিশ। মিলির বয়স মাত্র আট বছর। মিলি এখন তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।
তার গায়ের রং শ্যাম বর্ণ ও উচ্চতা ৪ ফিট। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল লাল সাদা রংয়ের স্কাট এবং সবুজ বল প্রিন্ট এর ওড়না।
সোমবার (১৩ সেপ্টেম্বর, ২০২১) উত্তরার ৭নং সেক্টরের মাস্কট প্লাজার সামনে থেকে মিলিকে উদ্ধার করে উত্তরা পশ্চিম থানার টহল পুলিশ। নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে তার বাবার নাম আল আমিন ও মাতার নাম সারমিন বলে জানায়। এ সংক্রান্তে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং- ১০৩০, তারিখ- ১৩/০৯/২০২১) করা হয়েছে।
উক্ত শিশুকে কেউ চিনে থাকলে ও কোন স্বজনের সন্ধান পাইলে বা কোন ঠিকানা জানা থাকলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে (ডিউটি অফিসার-মোবাইল নং-০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার-০২৪৮১১৮৫৪২) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।