আজ সময় এসেছে বলবার কেমন বাংলাদেশ চাই আমরা।
আমাদের ছাত্রদের, মানে তারুণ্যকেই ঠিক করতে হবে কেমন বাংলাদেশ চায় তারা
আগামী শতক কিন্তু তাদের।
করনীয় ঠিক করেই এগুতে হবে তাদেরকেই।
এটা ভাষা আন্দোলনের দেশ,
মুক্তিযুদ্ধের বাংলাদেশ,
বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ।
রবীন্দ্র, নজরুল,জীবনানন্দ জসীম উদ্দিন, শামসুর রাহমানের বাংলাদেশ । হাজারো কিংবদন্তির দেশ বাংলাদেশ।
এখানে জংগি , সন্ত্রাসের আস্তানা হবেনা,
হবে ভালো মানুষের নিরাপদ আবাসস্থল,
আমাদের সন্তানরা এদেশকে গড়ে তুলবে
স্বপ্নের স্বর্গরাজ্যে ।
তাই সন্তান এবং সন্তানতুল্য ছাত্রদের মানবিকবোধ সম্পন্ন, বিবেকবান, নৈতিক মুল্যবোধ, সততা নিষ্ঠা আর দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতেই হবে।অন্যথায় সমুহ বিপদ থেকে কেউই রক্ষা পাবোনা।
মা বাবা হিসেবে, শিক্ষক হিসেবে এ গুরু দায়িত্ব আমাদের।
দায়িত্বে অবহেলা করেছেন তো হেরেছেন।
যে কোন মূল্যে ভালো মানুষ তৈরির প্রচেষ্টাকেই অব্যাহত রাখুন সবাই।
মানুষ বাঁচে আশায় দেশ বাঁচে ভালো বাসায়। দেশকে ভালোবাসতে হবে জীবন দিয়ে হলেও যেমন করে জীবন দিয়ে গেছেন আমাদের পূর্বপুরুষগণ।
তো চোর, গুন্ডা, সন্ত্রাসী, জংগী, মাদকাসক্ত, ধর্ষক,খুনি,অসাধু ব্যবসায়ী তো দেশকে ভালোবাসে না । তারা দেশকে কুড়ে কুড়ে খায়, দেশকে পিছিয়ে দেয়,পদে পদে দেশকে ছোট করে ।
তাই ভালো মানুষ তৈরি করে এদের রুখে দিতে হবে।
আমরা থাকি বা না থাকি, একটা স্বপ্নের দেশ গড়ে তুলতে পারে আগামী প্রজন্ম, এমন শিক্ষা দিয়ে যাওয়া উচিত আমাদের সবার।
একদিন আমার প্রিয় মাতৃভূমি স্বপ্নের মতো হবে, অন্যদেশকে দেখে আর বলতে হবে না, আহা কি সুন্দর দেশ!! বরং অন্যরা এসে বলবে, আহা এমন সোনার দেশ সেই স্বপ্ন দেখি প্রতিদিন। সকলের মঙ্গল হউক !!
মাসুদা তোফা
সহযোগী অধ্যাপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ