কুমিল্লা মেঘনা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্র জানায়, মেঘনা থানার এসআই মোঃ মোশারফ হোসেন, এসআই মোঃ সাইফুল ইসলাম, এসআই মোঃ মিলন মিয়া, এএসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার সন্ধায় চালিভাংগা ইউনিয়নের ইসলামপুর গ্রামস্থ আহসান মিয়ার বাড়ির পাশে ট্রলার ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী চালিভাংগা এলাকার নান্নু মিয়ার ছেলে সাগর বাদশাকে গ্রেফতার করে থানা পুলিশ।ধৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে থানা পুলিশ।