মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিক্ষাবোর্ড প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ,পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান, কলেজ পরিদর্শক প্রফেসর মো: জহিরুল ইসলাম পাটোয়ারীর, উপ-কলেজ পরিদর্শক বিধান কুমার চক্রবর্ত্তী, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আজহারুল ইসলাম,উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শহিদুল ইসলাম,উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবুর রহমান, উপ-বিদ্যালয় পরিদর্শক কামরুজ্জামান,উপ-বিদ্যালয় পরিদর্শক জাহিদুর হক,কর্মচারী সমিতির সভাপতি মো: আবদুল খালেক, সেকসন অফিসার ইমাম হোসেন, দেব দুলাল দও, হাজী মামুনুর রশিদ, (হিসাব শাখা) গোলাম হোসেন,জয়নাল আবেদিনসহ সকল কর্মকর্তা কর্মচারিগন উপস্থিত ছিলেন।