কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। চৌদ্দগ্রাম প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এক সাধারণ সভায় উক্ত কমিটি গঠিত হয়। ২৯ আগস্ট রবিবার বিকেলে চৌদ্দগ্রামস্থ ডলি রিসোর্ট হোটেলে ‘আমাদের প্রত্যাশা সম্পাদক’ ও ‘দৈনিক ভোরের কাগজের’ চৌদ্দগ্রাম প্রতিনিধি আবদুল জলিল রিপনকে সভাপতি, দৈনিক ভোরের কলাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: তৌহিদ মাহমুদ অপু’কে সিনিয়র সহ সভাপতি এবং ‘জনতার বার্তা সম্পাদক’ ও ‘দৈনিক আমাদের কুমিল্লার’ চৌদ্দগ্রাম প্রতিনিধি আবুল বাশার রানাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জি এম মীর হোসেন মীরু। প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন মজুমদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ঢাকা রিপোর্টাস ইউনিটের সাবেক সভাপতি মাহমুদুর রহমান খোকন, জাতীয় প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জগলুল কবির নাসির, দৈনিক সমকাল ও কুমিল্লার কাগজের চৌদ্দগ্রাম প্রতিনিধি মজিবুর রহমান বাবলু, রূপসী বাংলার চৌদ্দগ্রাম প্রতিনিধি এম এ কুদ্দুস।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ সভাপতি- আক্তারুজ্জামান মজুমদার, আবু বক্কর সুজন। যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন নয়ন, জানে আলম। সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনু, অর্থ সম্পাদক- সোহাগ মিয়াজি, দপ্তর সম্পাদক- এম এ হাসান, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক নুরুল আলম আবির। পাঠাগার বিষয়ক সম্পাদক কাজী সেলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সফিউল্লাহ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আতাউর রহমান রিপন।
কুমিল্লা—১১ আসন চৌদ্দগ্রামের জনপ্রিয় সাংসদ সাবেক রেলপথ মন্ত্রী মোঃ মজিবুল হক মুজিব এমপি নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।