চট্রগ্রাম বন্দরে সার নিয়ে আসা চীনা জাহাজের সাত নাবিকের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২৩ আগস্ট) তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। চট্টগ্রাম বন্দরের সহকারী বন্দর স্বাস্থ্য কর্মকর্তা মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
সার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসা ‘এমভি সেরেন জুনিপার’ নামের জাহাজটির ২১ জন নাবিকের মধ্যে সাত জনের করোনা উপসর্গ থাকায় পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। নুরুল আবছার বলেন, সোমবার বেলা সোয়া ১১টার দিকে চীনা ২১ নাবিকের করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি। তাদের মধ্যে সাত জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে ২১ জন নাবিকই কোয়ারেন্টাইনে আছেন।
তিনি আরও বলেন, জাহাজটির স্থানীয় প্রতিনিধিকে বিষয়টি জানানো হয়েছে। তারা আক্রান্তদের আজকের মধ্যে জাহাজ থেকে নামিয়ে চিকিৎসার ব্যবস্থা করবেন। এরপর জাহাজের বাকি নাবিকদের নামিয়ে এনে জাহাজটিকে স্যানিটাইজ করা হবে। আপাতত জাহাজটি বহির্নোঙরে থাকবে।
এমভি সেরেন জুনিপার জাহাজটি চীনের ন্যানটং বন্দর থেকে গত ১২ আগস্ট চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছায়। বাহামার পতাকাবাহী জাহাজটিতে ৪৬ হাজার ৩০০ টন ডিএপি সার রয়েছে।